স্পোর্টস ডেস্কঃ নতুন চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত আর্সেনালের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিকেল আর্তেতা। এর আগে ম্যানচেস্টার সিটিতে একসময় পেপ গার্দিওলার সহকারী ছিলেন তিনি। আর সেই গার্দিওলার কাছে সবশেষ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা খুইয়েছেন গানার কোচ আর্তেতা।
গার্দিওলা এবারের মৌসুমে জিতেছেন ‘ট্রেবল’। তাই এই কোচকে বিশ্বের সেরা বলছেন আর্তেতা। ছুটি কাটাতে বর্তমানে স্পেনে থাকা এই কোচ এক সাক্ষাৎকারে বলেন, ‘কোনো সংশয় নেই। সে (গার্দিওলা) সবকিছুতেই সেরা। নিজের পরিকল্পনা সবাইকে বোঝানো, এক সুতোয় গাঁথা, দলের সেরাটা বের করে আনা- সব মিলিয়েই পেপ জিনিয়াস।’
ম্যানচেস্টার সিটিতে তিন বছর সহকারী কোচের কাজ করার পর ২০১৯ সালে আর্সেনালের দায়িত্ব নেন আর্তেতা। তবে গানারদের শিরোপা এনে দিতে পারেন নি। ২০ বছরের শিরোপা খরা কাটানোর প্রবল সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত এবারে পারেনি এমিরেটস স্টেডিয়ামের দলটি।
তবে কোচ তৃপ্ত যা করতে পেরেছেন তাতে। আর্তেতা বলেন, ‘খেলার ধরনই এরকম। আক্ষেপ থাকলেও এতটা তরুণ দল নিয়ে (লিগের সবচেয়ে কম বয়সী স্কোয়াড ছিল আর্সেনালের) আমরা যা অর্জন করেছি, সেটাও কম নয়। এটা আমার কাছে পরিষ্কার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post