স্পোর্টস ডেস্কঃ লা লিগায় মোসুমের প্রথম এল ক্লাসিকোয় লড়ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এবারের লড়াইয়ে হচ্ছে বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়ামে। বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া ৮টায় শুরু হয়েছে এই ম্যাচ।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই গোল পেয়েছে বার্সা। জাভি হার্নান্দেজের দলকে এগিয়ে দিয়েছেন ইল্কাই গুনদোয়ান। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে সব জেতা এই মিডফিল্ডার পাড়ি জমান ন্যু ক্যাম্পের দলে। আর এখানে এসে প্রথম এল ক্লাসিকোয় পেলেন গোলের দেখা। ম্যাচের ষষ্ঠ মিনিটে রিয়ালের রক্ষণের ভুলে গোল করেন গুনদোয়ান।
চলতি মৌসুমে এখনো অপরাজিত আছে বার্সেলোনা। কিন্তু ১০ ম্যাচ ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান রিয়াল মাদ্রিদের। দুই আছে জিরোনা। ২৪ পয়েন্ট নিয়ে তিনে বার্সা। দু’দলের সবশেষ সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৬ দেখায় ৪ বারই জিতেছে কাতালানদের। তবে রিয়ালের আত্মবিশ্বাস জোগাবে দুই দলের শেষ সাক্ষাত। কোপা দেল রে’র দ্বিতীয় লেগে বার্সার জালে ১ হালি গোল দিয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
Discussion about this post