স্পোর্টস ডেস্ক:: দায়িত্ব নিয়েই ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান সর্বত্র। ভালো খেলা গ্রামের ছেলেটাও জাতীয় দলে আসতে পারে, সেই পথ তৈরি করতে চান তিনি। জাতীয় দলের পাইপলাইনকে গুরুত্ব দিতে স্কুল ক্রিকেটকে নতুন করে সাজাতে চান।
ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এসব কথা বলেন। সরকার চেষ্টা করছে ক্রিকেটকে ছড়িয়ে দিতে, বিসিবির পরিকল্পনার সাথে সরকারের চাওয়াও মিল আছে, জানিয়েছেন তিনি।
দায়িত্ব নেওয়া নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটকেই বেশি গুরুত্ব দিতে চান জানিয়ে বলেন, ‘ক্রিকেটকে বাড়তি সুযোগ দিচ্ছি। গ্রামের একটা ছেলে সে যেনো ভালো খেলে উপজেলায় আসতে পারে, উপজেলার ছেলেটা যেনো জেলায় আসতে পারে, জেলা থেকে বিভাগে এবং জাতীয় পর্যায়ে আসতে পারে।’
জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে স্কুল ক্রিকেটকে নতুন করে সাজাবেন জানিয়ে তিনি বলেন, ‘স্কুল ক্রিকেটকে নতুন করে সাজাবো। যাতে জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী হয়।’ জাতীয় দলের পারফরম্যান্স অবশ্যই উন্নতি হবে জানিয়ে বুলবুল বলেন, ‘গ্রাফ উঠে নামে, বাংলাদেশ নয়, সবার জন্যই। পারফরম্যান্স অবশ্যই উন্নতি হবে। ক্রিকেটারদের সাথে কথা হয়নি। আমার কাজ ক্রিকেটারদের সাথে কথা বলা নয়, ডিরেক্টরদের সাথে কথা বলা। দলের সঙ্গে পরিচালক ফাহিম ভাই আছেন।’
আওয়ামীলীগ সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। এরপর সাবেক অধিনায়ক ফারুক আহমদকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবিতে তাদের মনোনীত প্রতিনিধি হিসেবে পরিচালক করে ফারুককে। এরপর পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। কিন্তুু বৃহস্পতিবার এনএসসি ফারুকের মনোনয়ন বাতিল করে।
ফারুকের মনোনয়ন বাতিল করে এনএসসি সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে মনোনয়ন দেয়। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এনএসসির কোটায় পরিচালক হয়ে বোর্ডে আসেন এবং শুক্রবার বিকেলেই বোর্ড পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০