স্পোর্টস ডেস্ক:: টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান দল। ঈদের আগে প্রথম দফায় একমাত্র টেস্ট খেলে বিরতি নেবে দলটি। ঈদের পর এসে খেলবে ওয়ানডে ও টি-২০ সিরিজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিন্তায় আপাতত টেস্ট দল। আগামি ১৪ জুন থেকে মিরপুরে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। টেস্টের অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় কে দেবেন নেতৃত্ব এনিয়ে চলছে আলোচনা। বিসিবি লিটনকেই দায়িত্ব দিয়েছে।
সাকিব দলে নেই? কে আসবেন তার জায়গায়? দলে কেমন চমক থাকবে? এসব নিয়েই যতো আলোচনা-গুঞ্জন। ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, দলে কোনো চমক থাকবে না। আফগানিস্তানের বিপক্ষে জেতার জন্যই দল গঠন করবেন নির্বাচকেরা। যারা পারফর্মার তারাই সুযোগ পাবেন।
বৃহস্পতিবার মিরপুরের হোম অব ক্রিকেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন ‘চমক বলে তেমন কিছু নেই। টেস্ট দলটা করব অবশ্যই যে দলটা জিততে পারে। সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়ে দলটা করবো। ’
সাকিবের অনুপস্থিতিতে নিয়ে সুমন বলেন, ‘যদি আমাদের দলটা দেখেন বাংলাদেশ দল দুইটা বিভাগেই ভালো। সাকিবের বোলিং অবশ্যই মিস করবে দল। কিন্তুু তাইজুল আছে, মিরাজ আছে। তারাও যথেষ্ট ভালো করছে টেস্টে। পেস ডিপার্টমেন্ট বিভাগ অনেক রিচ। আমাদের যে রকম দরকার, দল সেই অনুযায়ীই হবে।’
আফগানিস্তান ভালো দল মন্তব্য করেন তিনি আরো বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী। তবে আফগানিস্তান খুব ভালো একটা দল। তাদের সাথে শেষ টেস্ট ম্যাচ আমরা ভালো খেলি নাই। আমরা হেরেছিলাম। বাট এবারের ম্যাচটাতে অবশ্যই ভালো খেলতে চাই। আমার মনে হয় এখন দলটা অনেক বেশি আত্মবিশ্বাসী।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post