স্পোর্টস ডেস্কঃ সাফ চ্যাম্পিয়নশিপ জয় দিয়ে শুরু করল ভারত। বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। হ্যাটট্রিক করেছেন দলটির অধিনায়ক সুনীল ছেত্রী। ব্যাঙ্গালোরের শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটের মাথায় ভারতকে লিড এনে দেন অধিনায়ক ছেত্রী।
পাকিস্তানের গোলকিপার সাকিব হানিফের ভুলে বল পেয়ে যান ছেত্রী। সেখান থেকে বল জালে জড়াতে ভুল করেন নি তিনি। এরপর ১৬ মিনিটে গোলের সংখ্যা দ্বিগুণ করে ভারত। পেনাল্টি থেকে এবারও গোলদাতা সেই ছেত্রী। বক্সের বাইরে থেকে গোলবার লক্ষ্য করে শট নিয়েছিলেন অনিরুদ্ধ থাপা। বক্সের মধ্যে সেটি পাকিস্তানের এক ডিফেন্ডারের হাতে লাগে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান।
দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে ছেত্রী পূর্ণ করেন হ্যাটট্রিক। এরপর পাকিস্তানের জালে এবার বল জড়ান উদন্ত সিং কুমাম। ৮১ মিনিটে তার এই গোলে ৪-০তে এগিয়ে থাকে ভারত। এরপর আর কোনো গোল ছাড়াই ম্যাচ শেষ হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post