স্পোর্টস ডেস্ক:: ডেভিড ওয়ার্নারের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ার শেষের পথে। সিডনি টেস্ট শেষেই মর্যাদার এই ফরম্যাট থেকে সরে দাঁড়াবেন তিনি। কিন্তুু তার আগেই হারিয়ে ফেলেছেন তার মূল্যবান ব্যাগি গ্রিন। স্বপ্নের টেস্ট অভিষেকের দিন ওয়ার্নারের হাতে তুলে দেওয়া হয়েছিলো এই ক্যাপ।
অবসরের আগ মূহুর্তে চুরি হয়ে গেছে ওয়ার্নারের মহা-মূল্যবান ক্যাপটি। ইনস্টগ্রামে ক্যাপ ফিরে পাবার আকুতিও জানিয়েছেন। জানিয়েছেন, বিমানবন্দরে তার ব্যাগ থেকেই ব্যাগি গ্রিন চুরি হয়েছে।
প্রত্যেক ক্রিকেটারের কাছেই টেস্ট ক্যাপ পায় বিশেষ গুরুত্ব। যত্মসহকারে তার ক্যাপটি সংগ্রহে রাখেন। ওয়ার্নারও তার গ্রিন ব্যাগটি এতোদিন স্ব-যত্মে সংগ্রহে রেখে ছিলেন।মেলবোর্ন থেকে সিডনির এক ফ্লাইটে চুরির ঘটনাটি ঘটেছে।
গ্রিন ব্যাগটি ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়ে ইনস্টাগ্রামে ওয়ার্নার বলেছেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে যা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’
ওয়ার্নারের ব্যাগটি ফিরিয়ে দিলে আরেকটি ব্যাগ তিনি খুশি মনে দেবেন জানিয়ে বলেন, ‘যদি এই ব্যাগপ্যাকটিই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশিমনে দিয়ে দেব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post