স্পোর্টস ডেস্ক:: মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস দলে নিয়েছে বাণিজ্যিক ভাবে। বাংলাদেশের সমর্থকদের টানতে এমন উদ্যোগ ফ্র্যাঞ্চাইজিটির, এমন দাবি করছেন সমর্থকেরা। তবে এবার চেন্নাই সুপার কিংস জানালো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বাংলাদেশের কাটার মাস্টারকে দলে নেওয়া হয়েছে কন্ডিশন বিবেচনায়।
সম্প্রতি দুবাইয়ে ২০২৪ আইপিএলের মিনি নিলাম হয়েছে। নিলামে চেন্নাই ২ কোটি রুপিতে বাংলাদেশের এই তারকাকে দলে নিয়েছে। এরপর থেকেই বলা হচ্ছে, চ্যাম্পিয়ন চেন্নাইয়ের তারকা বহুল একাদশে মুস্তাফিজের সুযোগ মিলবে না খুব একটা।
এরপরই দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা কেএস বিশ্বনাথন জানিয়েছে, হোম ভেন্যুর সুবিধা নিতেই বাংলাদেশী পেসারকে তারা দলে নিয়েছেন।
কেএস বিশ্বনাথন মুস্তাফিজকে দলে নেওয়ার ব্যাপারে বলেন, ‘আমাদের মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মোস্তাফিজ ভালো পছন্দ হতে পারে। (নিলামের আগে থেকেই) আমাদের ভাবনায় এসব ছিল। কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না যে তাদের পাবো। সৌভাগ্যবশত, এবারের নিলাম আমাদের ভালো কেটেছে। ‘
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post