স্পোর্টস ডেস্কঃ ‘অভিমানে’ বেলজিয়াম দল ছেড়ে বাড়ি চলে গেছেন থিবো কোর্তোয়া। ফলে মঙ্গলবার রাতে ইউরো বাছাইয়ে এস্তোনিয়ার বিপক্ষে খেলেন নি তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে গত শনিবারের ম্যাচে নেতৃত্ব না পেয়েই মূলত জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গেছেন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক।
কোর্তোয়ার না খেলার বিষয়টি আগেই জানিয়েছেন বেলজিয়াম কোচ দমেনিকো তেদেসকো। তিনি বলেন, ‘আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে রোমেলু লুকাকু অধিনায়কত্ব করবে, এস্তোনিয়ার বিপক্ষে অধিনায়ক থাকবে থিবো’
তেদেসকো জানান সবাই সেই সিদ্ধান্ত মানলেও কোর্তোয়া বেঁকে বসেন। কোচ বলেন, ‘সবাই এই সিদ্ধান্ত মেনে নিয়েছিল, কিন্তু অস্ট্রিয়া ম্যাচের পর কোর্তোয়া হঠাৎই আমার সঙ্গে কথা বলতে চাইল এবং বলল, সে বাড়ি ফিরে যাবে; কেননা, সে হতাশ এবং তার প্রতি অন্যায় করা হয়েছে বলে মনে করছে।’
এদিকে কোচের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কোর্তোয়া। তার দাবি, অধিনায়কত্ব নিয়ে দ্বন্দের কারণে নয়, স্রেফ চোটের কারণে এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। কোর্তোয়া নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেন, ‘আমি এটা পরিষ্কার করতে চাই যে, ড্রেসিংরুম সংক্রান্ত সমস্যা নিয়ে আমি এই প্রথম বা শেষবারের মতো একজন কোচের সঙ্গে কথা বলছি না। আমার ক্লাব ও জাতীয় দলের মেডিকেল টিমের মধ্যে যোগাযোগ ছিল এবং সব দিক পর্যালোচনা করে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post