স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের আ্যাশেজ দলে তরুণ স্পিনার রেহান আহমেদ। শুক্রবার এই লেগিকে দলে নেওয়ার খবর এক বিবৃতিতে জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মূলত মঈন আলীর বিকল্প ভাবনায় রেহানকে দলে নেওয়া হয়েছে। অলরাউন্ডার মঈন এজবাস্টন টেস্টে আঙ্গুলে চোট পেয়েছিলেন। দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে আছে শঙ্কা। তাই আগেভাগে এই তারকা ক্রিকেটারের বদলি দলে নিয়েছে ইসিবি।
গত ডিসেম্বরে করাচিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রেহানের। এখন পর্যন্ত ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টেস্ট খেলোয়াড় হিসেবে রেকর্ডের পাতায় নাম লেখানো এই স্পিনার সাদা পোশাকে নিজের প্রথম ম্যাচেই আলো ছড়ান। গড়েন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট শিকারের কীর্তি। ওই ম্যাচে মোট ৭ উইকেট নেন এই স্পিনার।
এদিকে অবসর ভেঙে প্রায় দুই বছর পর এজবাস্টনে টেস্ট খেলতে নামেন ৩৬ বছর বয়সী মঈন। প্রথম টেস্টে আঙুলের ইনজুরিতে পড়েন তিনি। আগামী বুধবার থেকে লর্ডসে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে এই তারকা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘আশা করি আমরা মঈনের সেরাটা পাবো। পরের ম্যাচে এটি আমাদের তাকে নির্বাচন করতে সুযোগ দেবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post