স্পোর্টস ডেস্কঃ বেলজিয়াম জাতীয় ফুটবল দলে অভ্যন্তরীন দ্বন্ধ চরমে। সবশেষ ফুটবল বিশ্বকাপ থেকেই বিষয়টি জোরালোভাবে আসছিল। এবার সেটি একেবারের প্রকাশ্যে চলে আসলো। অধিনায়কত্ব নিয়ে দ্বন্দ্বে ইউরো বাছাইয়ে বেলজিয়ামের হয়ে না খেলেই দল ছেড়ে গেছেন গোলরক্ষক থিবো কর্তোয়া।
মূলত বেলজিয়ামের অধিনায়কত্বের দায়িত্ব ছিল ইডেন হ্যাজার্ডের কাঁধে। তবে বিশ্বকাপের পর হ্যাজার্ড অবসর নিলে, নেতৃত্ব পান কেভিন ডি ব্রুইনে। কিন্তু চোটের কারণে দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ডি ব্রুইনে। যার ফলে বেলজিয়াম দলকে নেতৃত্ব নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হয়।
ইউরো বাছাইয়ে শনিবার ঘরের মাঠে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামে বেলজিয়াম। সেই ম্যাচে ১-১ গোলে ড্র করে দলটি। আর ম্যাচটিতে রোমেরো লুকাকুকে অধিনায়কের দায়িত্ব দেন কোচ ডোমেনিকো তেদেস্কো। যা প্রথমে মেনে নিলেও, পরবর্তীতে নাকি নাখোশ হন কর্তোয়া।
রিয়াল মাদ্রিদের এই ফুটবলার বেলজিয়ামের পরবর্তী ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে না খেলেই দল ছেড়ে গেছেন। অথচ এই ম্যাচে অধিনায়কত্ব করার কথা ছিল কর্তোয়ার। কোচ দুই ম্যাচে দুজনকে অধিনায়ক রেখেছিলেন। কিন্ত প্রথম ম্যাচ শেষে কর্তোয়া জানান, তিনি এই সিদ্ধান্তে অপমাণিত বোধ করছেন। যার জন্য দল ছেড়ে গেছেন তারকা গোলরক্ষক।
বিষয়টি নিয়ে বেলজিয়াম কোচ ডোমেনিকো তেদেস্কো বলেন, ‘আমরা আগে থেকে ঠিক করেছিলাম অস্ট্রিয়ার বিপক্ষে লুকাকো অধিনায়কত্ব করবে। আর এস্তোনিয়ার বিপক্ষে নেতৃত্ব দেবে কর্তোয়া। সবাই এই সিদ্ধান্ত মেনে নিয়েছিল। কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচর পর কর্তোয়া আমার কাছে এসে বলল, সে বাড়ি ফিরে যাবে। কারণ সে হতাশ এবং সে মনে করে তাকে অপমান করা হয়েছে।’
বেলজিয়াম কোচ আরও বলেন, ‘আমার চোখে সে বিশ্বসেরা গোলরক্ষক। আমি শুধু গোলরক্ষক না, মানুষ হিসেবেও তাকে পছন্দ করি। আমি খুবই অবাক হয়েছি যে, সে আহত বোধ করেছে ও হতাশ হয়েছে।’
বেলজিয়াম কোচের এমন বক্তব্যের আগে কর্তোয়ার বাবা থিয়েরি কোর্তোয়া দিয়েছিলেন ভিন্ন তথ্য। আগের দিন স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাঁটুর চোটের কারণে বাড়ি ফিরে গিয়েছেন কর্তোয়া। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছেন বেলজিয়াম কোচ।
এই প্রসঙ্গে ডোমেনিকো তেদেস্কো বলেন, ‘আমি বলতে পারতাম, চোটের কারণে সে বাড়ি ফিরে গেছে। কিন্তু আমি মিথ্যা বলতে পারি না। আমি সব সময় খেলোয়াড়দের আগলে রাখার চেষ্টা করি। তবে এই পরিস্থিতিতে এটা করা অসম্ভব। ওকে আরও অন্তত দুই দিন রেখে দেওয়ার চেষ্টা করেছিলাম।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post