স্পোর্টস ডেস্ক:: আইসিসি ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড রানার্সআপ নিউজিল্যান্ডকে ২৮৩ রানের টার্গেট দিয়েছে। ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গত আসরের দুই ফাইনালিস্ট।
টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড জো রুটের ব্যাটে চড়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রান তুলতে পেরেছে। শিরোপা ধরে রাখার মিশনে প্রথম ম্যাচে জয় তুলে নিতে চাইবে দলটি। সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলতে রুট ৮৬টি বল খেলেছেন। চার চার ও এক ছক্কায় সাজানো ছিলো তার ইনিংসটি।
রুটের দুর্দান্ত অর্ধশতক ছাড়াও অধিনায়ক জস বাটলার ও ওপেনার বেয়ারস্টোর ব্যাটেই চ্যালেঞ্জিং পূঁজি পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেছেন বাটলার। দু’টি করে চার ও ছক্কায় ৪২ বলে সাজিয়েছেন নিজের ইনিংসটি। চার চার ও এক ছক্কায় ৩৫ বলে ৩৩ রান করেছেন বেয়ারস্টো।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৩টি, মিচেল স্ট্যান্টনার ও গ্লিন ফিলিপস ২টি করে উইকেট লাভ করেছেন।
২৮৩ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































Discussion about this post