স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে টার্কিশ ক্লাব গালাতাসারাইকে হারিয়ে বায়ার্ন মিউনিখের ‘তিনে তিন’।
টানা তিন জয়ে গ্রুপে শীর্ষেই থাকল টমাস টুখেলের দল। গত রাতে ইস্তান্বুলের রামস পার্ক স্টেডিয়ামে গালাতাসারাইয়ের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বায়ার্ন। কিংসলে কোমান, হ্যারি কেইন ও জামাল মুসিয়ালা বাভারিয়ানদের তিন গোলদাতা।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ইতিহাসে এই নিয়ে টানা ৩৭ ম্যাচ ধরে অপরাজিত বায়ার্ন। গ্রুপের ম্যাচে তাদের ৩৪ জয় ও ৩ ড্র। দারুণ এই মাইলফলক স্পর্শ করার ম্যাচে গতরাতে টুখেলের দল এগিয়ে যায় অষ্টম মিনিটেই। লেরয় সানের পাস ধরে লক্ষ্যভেদ করেন কিংসলে কোমান।
গালাতাসারাই ৩০তম মিনিটে সমতায় ফেরে। পেনাল্টি থেকে সমতা ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। বক্সে এই ফুটবলারকে বায়ার্নের জসুয়া কিমিচ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বায়ার্ন। ৬৩তম মিনিটে জামাল মুসিয়ালার বাড়ানো বল ধরে সানের শট ফিরিয়ে গালাতাসারাইয়ের ত্রাতা ফের্নান্দো মুসলেরা।
৭৪তম মিনিটে আর পারেননি উরুগুইয়ান গোলরক্ষক মুসলেরা। সতীর্থের পাস ব্যাক ফ্লিকে জাল খুঁজে নিতে চেয়েছিলেন কেইন, তা বাধা পেলেও ফের পেয়ে যান তিনি; নিখুঁত শটে ফিরতি সুযোগ কাজে লাগান এই ইংলিশ ফরোয়ার্ড। ৭৯তম মিনিটে ম্যাচ বলতে গেলে শেষ করে দেন মুসিয়ালা। কেইনের পাস নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন এই জার্মান মিডফিল্ডার। গোলরক্ষকের ঠাঁই দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না।টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের টেবিলে শীর্ষ স্থান আরও শক্ত করল বায়ার্ন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post