স্পোর্টস ডেস্ক:: ইউরোপ সেরার জন্য কত কি করলো পিএসজি। তারকারা এলেন, তারকারা গেলেন। মেসি, নেইমার, এমবাপেরাও হতাশ করলেন। তবুও হাল ছাড়েনি ফরাসিরা। অবশেষে এলে স্বপ্নের মূহুর্ত। ইতিহাস গড়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট পড়েছে পিএসজি। জিতেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে নিয়ে ছেলেখেলা করেছে ফরাসি জায়ান্টরা। জিতেছে ৫-০ গোলে। ডিজায়ার দুয়ো ২টি, আশরাফ হাকিমি, কিতা কাভারেস্কাইয়া ও মায়লুলু ১টি করে গোল করেছেন। পিএসজি জিতেছে স্বপ্নের ট্রেবল। ফ্রেঞ্চ কাপ, ফ্রেঞ্চ লিগ ওয়ানের পর এবার জিতলো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও।
বার্সার সাবেক কোচ কোচ লুইস এনরিকের হাত ধরে গৌরবের ট্রেবল জয় ফরাসিদের। মিউনিখের আলিয়াঞ্জ এরেনায় যতবার পিএসজির ফুটবলাররা গোল করছিল ততবার প্যারিসের আইফেল টাওয়ারে আলোর ঝলকানি দেখা গিয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এর আগে আর কোনো দল পাঁচ গোল দিতে পারেনি, পিএসজি সেটিই করেছে। ইন্টার মিলানের বিপক্ষে রেকর্ড গড়েই জয় পেয়েছে ফরাসি ক্লাবটি।
১৯৯২-৯৩ মৌসুমে ফ্রান্সের প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলো মার্চেই। এবার দ্বিতীয় দল হিসেবে পিএসজি জিতলো শিরোপা। ১৪ বছর আগে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপ পিএসজি কেনার পর কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেছে একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায়। মেসি, নেইমার, এমবাপেদের মতো তারকা ছাড়াও যে চ্যাম্পিয়ন্স লিগ জেতা যায় সেটিও প্রমাণ করলো ফরাসি ক্লাবটি।
শিরোপা নির্ধারণী ম্যাচে আধিপত্য বিস্তা করেছে পিএসজি। ম্যাচের ৬০ শতাংশ বলের দখলে ছিল পিএসজির। যে ৪০ শতাংশ ইন্টারের দখলে ছিল, তা ছিল কেবল পিএসজির আক্রমণ ঠেকানোর বলগুলোই। ম্যাচের ২০তম মিনিটে দুর্দান্ত গোল করেন ১৯ বছর বয়সী ডিজায়ার দুয়ে। প্রথমার্ধে ২-০। বিরতির পর ৬৩ মিনিটে দুয়ে তৃতীয় (নিজের দ্বিতীয়) গোলটি করার পর ম্যাচে শুধু আনুষ্ঠানিকতাই বাকি ছিল। ৭৩ মিনিটে খিচা কাভারেস্কাইয়া ও ৮৬ মিনিটে মাইয়ুলু গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০