স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে নকআউট পর্ব নিশ্চিত হলো তাদের। মঙ্গলবার রাতে পর্তুগিজ ক্লাব পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে তারা। তিন বছরের মধ্যে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলা নিশ্চিত করল কাতালানরা।
দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বার্সাকে নকআউট পর্বে তুলতে পারলেন জাভি হার্নান্দেজ। তাই বেশ উচ্ছ্বসিত স্পেনের বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার। তিনি জানান, ক্লাবের জন্য এটা অনেক বড় পাওয়া। জাভি বলেন, ‘আমি মনে করি, এটা ক্লাবের এগিয়ে চলার পথে বড় একটি পদক্ষেপ। আমাদের নকআউট পর্বে ফিরতেই হতো। দুই বছর ইউরোপা লিগে নেমে যাওয়ার পর এটা ক্লাবের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
৫ ম্যাচে ১২ পয়েন্ট হলো বার্সেলোনার। ‘এইচ’ গ্রুপে সবার শীর্ষেই তারা। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পোর্তো। ৯ পয়েন্ট আছে তৃতীয় স্থানে থাকা শাখতার দোনেৎস্কেরও। তবে পোর্তোর চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। জাভি আরও বলেন, ‘সর্বোপরি খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও মনোবলের জন্যও এই অর্জন গুরুত্বপূর্ণ। এটা অনেক অর্থবহ, কারণ আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপগুলো কতটা কঠিন; (বড় মাপের) কিছু দলও পরের রাউন্ডে যাওয়ার জন্য লড়াই করছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post