স্পোর্টস ডেস্কঃ দারুণ এক জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় যে অঘটন ছিল না তাই যেন বুঝিয়ে দিল স্বাগতিকরা নিজেদের ব্যাটিং দিয়ে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ছক্কাবৃষ্টিতে স্বাগতিকদের জেতালেন অ্যারন জোন্স।
রোববার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান করে কানাডা। জবাবে ১৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে স্বাগতিকরা।
এতে নিজেদের তো অবশ্যই সহযোগী দেশগুলোর মধ্যে বিশ্বকাপে রান তাড়ার রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের আগের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল ১৬৯। আর বিশ্বকাপে সহযোগী দেশগুলোর মধ্যে আগের সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জয় ছিল নেদারল্যান্ডসের। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের দেওয়া ১৯০ রানের বিপরীতে ১৯৩ করে ডাচরা।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে এর চেয়ে বেশি রান তাড়া করে জয় আছে আর মাত্র দুটি। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ২৩০ রান এবং ২০০৭ সালে উইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ২০৬ রান। আজ যুক্তরাষ্ট্রের রেকর্ড গড়া জয়ের মূল কারিগর জোন্স। ৪০ বলের ইনিংসে ৪টি চারের সঙ্গে তিনি মারেন ১০টি ছক্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা শুধু ক্রিস গেইলের। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১১টি।
রান তাড়ায় সহ-আয়োজকদের শুরুটা অবশ্য ভালো হয়নি। কোনো রান তোলার আগেই ওপেনার স্টেভেন টেইলরের উইকেট হারিয়ে ফেলে তারা। দলীয় ৪২ রানে ফিরে যান অধিনায়ক মোনাঙ্ক। এরপর আন্দ্রিস গোস ও জোন্স যেটা করলেন, তা চোখে লেগে থাকার মতো। প্রথমদিকে তাদের টিকে থাকার লড়াই, শেষে শুরু করেন তাণ্ডব। মাত্র ৫৫ বলে দুজনে মিলে ১৩১ রানের বড় জুটি গড়েন তারা। ৪৬ বলে ৬৫ রান করে নিকিল দত্ত’র ওভারে আউট হন গোস।
জোন্স জয় সঙ্গে করে নিয়েই ক্রিজ ছাড়েন। কানাডার বোলারদের ওপর হিম হাওয়া বইয়ে দেয়া ইনিংসে ৪০ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি ছয় ও ৪টি চারের মার। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৪ রান তোলে কানাডা। নবনীত ঢালিওয়াল (৬৫) ও নিকোলাস কার্টনের (৫১) ফিফটিতে কানাডা দুইশ ছুঁই ছুঁই রান করলেও এক জোন্সের বিধ্বংসী ইনিংসের কাছেই পরাজিত হতে হলো তাদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

































Discussion about this post