স্পোর্টস ডেস্কঃ পেশাদার ক্রিকেটে নিজের বিদায়ী ম্যাচ স্টুয়ার্ট ব্রড স্মরণীয় করে রাখলেন শেষ বলে উইকেট নিয়ে। দুর্দান্ত এক জয়ে সমতায় অ্যাশেজ সিরিজ শেষ করল ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে সোমবার অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে ৪৯ রানে হারিয়েছে ইংলিশরা। তাতে তারা সিরিজ শেষ করল ২-২ ব্যবধানে। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর এই সিরিজ সমতা ইংল্যান্ডের কাছে জয়ের মতোই তৃপ্তির।
ওভাল টেস্টের শেষ দিন অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২৪৯ রান। ইংল্যান্ডের প্রয়োজন ১০ উইকেট। এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে বিপাকে পড়ে অজিরা। অথচ বিনা উইকেটে ১৪০ রান করেছিল তারা। প্যাট কামিন্সের দল একটা পর্যায়ে ৩ উইকেটে ২৬৪ রানের শক্ত অবস্থানে ছিল। ৭ উইকেট হাতে রেখে দরকার ছিল ১২০ রান। এরপরই নাটকীয় ধসে গুটিয়ে যায় তারা ৩৩৪ রানে। ব্রডের বিদায়ী ম্যাচে রোমাঞ্চকর জয় পায় বেন স্টোকসের দল।
আগেরদিন ডেভিড ওয়ার্নার ৫৮ ও উসমান খাজা অপরাজিত ছিলেন ৬৯ রানে। পঞ্চম দিনের সকালে বেশিক্ষণ থিতু হতে পারেন নি ওয়ার্নার। মাত্র ২ রান করেই তিনি উইকেটের পেছনে ক্যাচ দেন। ওয়ার্নারকে ফেরানো ক্রিস ওকস দ্বিতীয় আঘাত হানেন খাজাকে ফিরিয়ে। তিন নম্বরে ব্যর্থ হয়েছেন মার্নাস ল্যাবুশেন। মাত্র ১৩ রান করে বিদায় নেন তিনি। দলীয় ১৬৯ রানে ৩ উইকেট হারানো সফরকারীদের এরপর হাল ধরেন স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড। চতুর্থ উইকেটে যোগ করেছেন ৯৫ রান।
ফিফটি পূর্ণ করা স্মিথ অবশ্য ছিলেন বেশ ইতিবাচক। কিন্তু ওকসের দুর্দান্ত এক ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে থামতে হয় তাঁকে। ফেরার আগে ৫৪ রান করেন তিনি। স্মিথ যখন আউট হলেন জয় থেকে তখনো অস্ট্রেলিয়া ১১০ রান দূরে। স্বীকৃত ব্যাটসম্যান বলতে শুধু উইকেটে ছিলেন মিচেল মার্শ। ব্যক্তিগত ৬ রানে তিনি উইকেট দেওয়ার পর ইংল্যান্ড জয়ের সুবাস পেতে শুরু করে। এরপর মিচেল স্টার্ককে রানের খাতাই খুলতে দেননি ওকস। প্যাট কামিন্সকও আজ থিতু হতে পারেন নি।
টড মার্ফি ও অ্যালেক্স ক্যারি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ভরসার প্রতীক হয়ে ছিলেন। মার্ফিকে বোকা বানিয়ে বেয়ারস্টোর কাছে ক্যাচ দিতে বাধ্য করেন এই টেস্ট খেলেই সবধরনের ক্রিকেটকে বিদায় জানানো ব্রড। এরপর ক্যারিকেও ব্যক্তিগত ২৮ রানে কট বিহাইন্ড বানিয়ে আউট করে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেন ডানহাতি এই পেসার। টেস্টে ৬০৪ উইকেট নিয়ে খেলা শেষ করলেন ৩৭ বছর বয়সী ব্রড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post