স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে শুভসূচনা করল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৪-২৫ মৌসুমের শুরুতে ফুলহামের বিপক্ষে তারা জিতেছে ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে বদলি নেমে ব্যবধান গড়ে দিয়েছেন এবারই ওল্ড ট্র্যাফোর্ডে আসা ইয়োশুয়া জিকর্জি।
পুরো ম্যাচে সব দিক থেকেই ছিল ইউনাইটেডের দাপট। ৫৫ শতাংশ সময় বদল দখলে রেখে ১৪ শট নেয় তারা, লক্ষ্যে ছিল পাঁচটি। ফুলহামের ১০ শটের কেবল দুটি ছিল লক্ষ্যে। ম্যাচের ৮৮ মিনিটে ডান প্রান্তে বল বাড়িয়ে জিকর্জি ঢুকে পড়েন ডি-বক্সে। এরপর সেই বল তাঁর উদ্দেশে ক্রস করে বক্সে পাঠান আলেহান্দ্রো গারনাচো। বুদ্ধিদীপ্ত এক শটে বল জালে জড়িয়ে দলকে জয়সূচক গোলটি এনে দেন এই ফরোয়ার্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০






























