স্পোর্টস ডেস্ক:: রোহিত শর্মাকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বিশ্বকাপ দলে বিরাট কোহলি থেকে শুরু করে অভিজ্ঞ তারকা ক্রিকেটাররাই জায়গা পেয়েছেন।
জয়শ্বী জসওয়াল আছেন ভারতের বিশ্বকাপ দলে। আইপিএল মাতানো রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খানরা আছেন বিশ্বকাপের রিজার্ভ বেঞ্চে। রিজার্ভ তালিকায় আছেন শুবমান গিলও।
আগামি ২ জুন শুরু হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ। ২৫ মে পর্যন্ত ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার সময় ছিলো।এ মাসের মধ্যে প্রাথমিক দল ঘোষণার সময় ছিলো। তবে বিসিসিআই এখনি ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ফেলেছে।
ভয়াবহ দুর্ঘটনার দুঃসহ স্মৃতি কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন ঋশভ পন্থও। সড়ক দূর্ঘটনায় ১৬ মাস আগে দল থেকে বাদ পড়েছিলেন এই তারুণ তারকা। মাঠে ফিরে বিশ্বকাপ দলেও জায়গা পেলেন।
হার্দিক পান্ডে, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদবের মতো অভিজ্ঞ ক্রিকেটাদের রাখা হয়েছে ভারতীয় দলে।
১৫ জনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, আরশদীপ সিংহ, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
রিজার্ভ দল: শুভমন গিল, রিঙ্কু সিংহ, খলিল আহমেদ, আবেশ খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post