স্পোর্টস ডেস্ক:: লড়াই করে উঠে আসা যশস্বী জসওয়ালের। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত করে পারফরম্যান্স করে সুযোগ পেয়েছেন স্বপ্নের জাতীয় দলে। তারকা বহুল ভারত জাতীয় দলে ছেলে সুযোগ পাওয়ার খবর শুনে খুশিতে কেঁদেছে তার বাবা।
প্রথমবারের মতো ভারতের মূল দলে সুযোগ পেয়েছেন তরুণ এই ক্রিকেটার। এর আগে ভারতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দলে স্ট্যান্ড বাই ছিলেন। এবার সরাসরি জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে জসওয়ালকে দলে নিয়েছেন নির্বাচকেরা।
ভারত দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা। তাই অনেকেই বলছেন, তার জায়গায় অভিষেক হয়ে যাবে জসওয়ালের। স্বপ্নের জাতীয় দলের জার্সি গাঁয়ে উঠবে এই ক্রিকেটারের। এবার তিনি এক সাক্ষাৎকারে জানালেন, জাতীয় দলে তার সুযোগ পাওয়ার খুবর শুনে কেঁদেছেন বাবা।
সাক্ষাৎকারে যশস্বী জয়সওয়াল বলেন, ‘বাবা খবরটা শুনে কাঁদতে শুরু করেছিল। মায়ের সঙ্গে তো এখনও দেখাই হয়নি। কিছু দিনের মধ্যেই আমরা মায়ের সঙ্গে দেখা করতে যাব। আমি একটু নার্ভাস ছিলাম। যতক্ষণ না জেনেছি আমার নাম দলে রয়েছে। এখন খুব ভালো লাগছে। ’
ভারতের হয়ে মাঠে নামতে প্রস্তুত জানিয়ে জয়সওয়ার বলেন, ‘আমার প্রস্তুতি ভালো ছিল। সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। কথাবার্তাও হয়। সবাই পরামর্শ দিয়েছে, নিজের কাজে যেন ফোকাস করি। আমি তাদের কাছ থেকে শিখেছি শেষ পর্যন্ত নিজেকে কী ভাবে এগিয়ে নিয়ে পারবো, সেটাই আসল। ’
যেখানে সুযোগ পাবেন সেখানেই ব্যাট করবেন জানিয়ে তিনি আরো বলেন, ‘আমি জানি না, আমাকে কত নম্বরে ব্যাট করতে হবে। যেখানেই ব্যাট করি না কেন, ভালো পারফরম্যান্স করতে হবে। দেখা যাক আমি সেটা কতটা ভালো করতে পারি। আমি বিষয়টি নিয়ে খুব রোমাঞ্চিত। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, আমি সেটাই ভালো ভাবে পালন করবো। ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































Discussion about this post