স্পোর্টস ডেস্ক:: টিকমতো বেতন না পাওয়াসহ নানা অভিযোগ করে জাতীয় দল থেকে অবসর নিয়ে ছিলেন আর্চার রোমান সানা। অবসর কাণ্ডের দুই মাস যেতে না যেতেই তিনি আবারো জাতীয় দলে ফেরার আকুতি জানিয়েছেন। আর্চারি ফেডারেশনকে চিঠি দিয়েছেন তাকে জাতীয় দলে ফেরাতে।
আর্চারি অঙ্গেন বাংলাদেশের সেরা তারকা রোমান সানা। ফেডারেশন থেকে টিকমতো আর্থিক সহযোগিতা না পাওয়ার কথা জানিয়ে ফেব্রুয়ারিতে তিনি জাতীয় দল থেকে অবসর নেন। এরপর ফেডারেশনের সঙ্গে রীতিমতো বাক-বিতণ্ডায় জড়ান। দুই পক্ষ হয়ে যান মুখোমুখি।
গণমাধ্যমে সাক্ষাৎকার পাল্টা-পাল্টি সাক্ষাৎকারও চলে বেশ। সেই পরিস্থিতি ঠাণ্ডা হতেই রোমান সানা আবারো জাতীয় দলে ফিরতে চান। আর্চারি ফেডারেশনে ২ মে তিনি চিঠি দিয়েছেন জাতীয় দলে ফেরার আগ্রহের কথা জানিয়ে। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘গত ২ মে রোমান সানার একটি চিঠি আমরা পেয়েছি। জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করে সে চিঠিটি দিয়েছে। আমরা এই চিঠি সভাপতির কাছে পাঠিয়েছি। তিনি পুরো বিষয়টি পর্যালোচনা করবেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

































Discussion about this post