স্পোর্টস ডেস্কঃ চলতি মাসে ফিফা উইন্ডোতে জার্মানি তিনটি প্রীতি ম্যাচ খেলবে। ইউক্রেন, পোল্যান্ড ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে জার্মানরা। আগামী ১২ জুন ইউক্রেনের বিপক্ষে ম্যাচটি তাদের ফুটবল ইতিহাসের হাজারতম। ইতোমধ্যে তিনটি ম্যাচের দল ঘোষণা করেছেন দলটির কোচ হ্যান্সি ফ্লিক।
১২ জুন ঘরের মাঠে খেলে জার্মানরা পাড়ি জমাবে পোল্যান্ডে। সেখানে পোলিশদের বিপক্ষে খেলে আবার নিজেদের মাঠে খেলবে কলম্বিয়ার বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবলে ইউক্রেনের বিপক্ষে এখনো পর্যন্ত হারেনি। হাজারতম ম্যাচের মাইলফলকে সহজ প্রতিপক্ষের বিপক্ষেই নামবে দলটি।
সবশেষ ২০২০ সালের নভেম্বরে উয়েফা নেশন্স লিগে ইউক্রেনের বিপক্ষে খেলে জার্মানি। ম্যাচটি তারা জিতেছিল ৩-১ গোলের ব্যবধানে। এদিকে জুনের ফিফা উইন্ডোর ঘোষিত জার্মান দল থেকে বাদ পড়েছেন কাতার বিশ্বকাপে খেলা থমাস মুলার, সার্জি গ্যানাব্রি, নিকলাস সুয়েলে ও মারিও গোটশে।
গত মার্চে চোটের কারণে জার্মানির প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারেননি লেরয় সানে, অ্যান্তেনিও রুডিগার ও ইল্কাই গুনডোগান। এবার তাদেরকে দলে ফিরিয়েছেন কোচ ফ্লিক। দল ঘোষণার পর তিনি এক বিবৃতিতে বলেন, ‘জাতীয় দল ও সমর্থকদের জন্য নিজেদের সেরাটা দিতে প্রীতি ম্যাচগুলোর জন্য সব খেলোয়াড়রা অধীর আগ্রহে অপেক্ষা করছে। উইঙ্গারদের সহায়তায় প্রতিপক্ষ দলগুলোকে আমরা আক্রমনভাগের শক্তি দিয়ে চাপে রাখতে চাই।’
জার্মানির স্কোয়াড-
গোলরক্ষক: মার্ক-আন্দ্রে টার স্টেগান, বার্নাড লেনো ও কেভিন ট্র্যাপ।
ডিফেন্ডার: মাথিয়াস গিন্টার, রবিন গোসেন্স, বেঞ্জামিন হেনরিকস, থিলো কেহরার, লুকাস ক্লোস্টারম্যান, ডেভিড রাউম, এন্টোনিও রুডিগার, নিকো শোটারবেক, মালিচ থিয়াও ও মারিয়াস উল্ফ।
মিডফিল্ডার: জুলিয়ান ব্র্যান্ডেট, এমরে কান, নিকলাস ফুয়েলক্রুগ, লিও গোরেৎকা, ইল্কাই গুনডোগান, কেই হাভার্টজ, জোনাস হফম্যান ও জসুয়া কিমিচ।
ফরোয়ার্ড: জামাল মুসিয়ালা, লেরয় সানে, কেভিন শাডে, টিমো ওয়ার্নার ও ফ্লোরিয়ান রিটজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post