স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সাথে ব্যবধান কমানোর সুযোগ ছিল ম্যানচেস্টার সিটির। শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে ২ গোলে এগিয়ে ছিল পেপ গার্দিওলার দল। কিন্তু শেষ দিকে এসে পয়েন্ট হারিয়েছে তারা। বিপদ বেড়েছে সিটিজেনদের।
ইতিহাদ স্টেডিয়ামে আজ সহজ জয়ের পথে ছুটছিল সিটি। কিন্তু, শেষভাগে পাল্টে যায় দৃশ্যপট। প্যালেস আচমকা ব্যবধান কমালে লড়াই নতুন মোড় নেয়। আর যোগ করা সময়ের শেষ দিকে পেনাল্টি গোলে মূল্যবান একটি পয়েন্ট তুলে নেয় সফরকারীরা। সিটি-প্যালেস ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। জ্যাক গ্রিলিশের গোলে পেপ গুয়ার্দিওলার দল এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রিকো লুইস। এরপর জ্যঁ-ফিলিপ মাতেতা ব্যবধান কমানোর পর সমতা টানেন মাইকেল ওলিস।
চোটের কারণে আজ আর্লিং হালান্ড ছিলেন না সিটির একাদশে। তবে নিজেদের মাঠে ম্যাচের ২৪ মিনিটেই এগিয়ে স্বাগতিকরা। বক্সের বাইরে বল পেয়ে আলতো ছোঁয়ায় গ্রিলিশ বাড়ান রুবেন দিয়াসকে। সেখান থেকে ফোডেনের পা হয়ে বল যায় গ্রিলিশের কাছে। ঠান্ডা মাথায় গ্রিলিশ বল জড়ান জালে। এটি তাঁর টানা তৃতীয় প্রিমিয়ার লিগ ম্যাচে গোল। ৫৪ মিনিটে ম্যান সিটিকে দ্বিতীয় গোলটি এনে দেন লুইস। ৭৬ মিনিটে মাতেতার গোলে ব্যবধনা কমায় প্যালেস। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন মাইকেল ওলিশে।
এই ড্রয়ের পর ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সিটি। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা। এদিকে টানা দুই হারের পর জয়ের দেখা পেয়েছে চেলসি। শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে তারা। ১৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে উঠেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। ১৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে ক্রিস্টাল প্যালেস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post