নিজস্ব প্রতিবেদক:: আইসিসির টি-২০ র্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে থাকা দল সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। মাত্রই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে। প্রথমটিতে হারের পর দ্বিতীয়টিতে জিতেছে বাংলাদেশ। টেস্টের পর এবার টি-২০ সিরিজ খেলবে টাইগাররা। প্রতিপক্ষ সংযুক্ত আরব-আমিরাত। ক্রিকেটের নবাগত দলটির বিপক্ষে এর আগে তিনটি টি-২০ ম্যাচ খেলে সবগুলোই জিতেছে বাংলাদেশ।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টি-২০ র্যাঙ্কিং ৯ নম্বরে বাংলাদেশ, দুই ম্যাচের সিরিজের প্রতিপক্ষ সংযুক্ত আরব-আমিরাতের অবস্থান ১৬ নম্বরে। আরব-আমিরাত বোর্ড আজ শুক্রবার দুই ম্যাচের সিরিজের জন্য সূচি প্রকাশ করেছে।
আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)র প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি–২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামেই হবে ম্যাচগুলো। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ।
আজ এক বিবৃতিতে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুবহান আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ ছেলেদের দলের বিপক্ষে আরেকটি টি–টোয়েন্টি সিরিজের আয়োজক হতে পারায় আমরা রোমাঞ্চিত। সর্বশেষ তিন বছরের মধ্যে তাদের সঙ্গে এটি আমাদের দ্বিতীয় দ্বিপক্ষীয় সিরিজ হতে চলেছে। ভালো দলের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের খেলার সুযোগ করে দিতে আমরা সব সময় আগ্রহী।’
সিরিজটি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধরী বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দল আরব আমিরাতে খেলতে যাবে জেনে আমরা আনন্দিত। প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগকে আমরা অগ্রাধিকার দিই। ঠাসা আন্তর্জাতিক সূচির আগে এই ম্যাচগুলো আমাদের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অংশ হবে। আমরা আত্মবিশ্বাসী যে, এই ম্যাচ দুটি বিসিবি ও ইসিবির মধ্যকার ক্রিকেটীয় বন্ধনকে আরও মজবুত করবে এবং সমর্থকদের দারুণ বিনোদন দেবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০