স্পোর্টস ডেস্ক:: এলএলএস কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে প্রথমবার ইন্টার মায়ামি। মেসির জাদুতে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলছে ক্লাবটি। দলকে সেমিতে তোলার রাতে আর্জেন্টাইন জাদকুর জোড়া গোল করেছেন, পেশাদার ফুটবলে অ্যাসিস্টের ‘রেকর্ড’ গড়েছেন।
রোববার ‘বেষ্ট অব থ্রি সিরিজের’ প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মেসির জোড়া গোল আর রেকর্ড অ্যাসিস্টের রাতে নাশভিলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। এই সিরিজের প্রথম ম্যাচে মায়ামি জিতলেও দ্বিতীয় ম্যাচে জিতেছিল নাশভিল। সেমিফাইনালে যাওয়ার জন্য এই ম্যাচটি ছিলো নকআউটের মতোই। বাঁচা মরার ম্যাচে নাশভিলকে টুর্নামেন্ট থেকে বিদায় করে সেমিতে মিয়ামি। এফসি সিনসিনাটির বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে মেসিরা।
ম্যাচের শুরুতেই মেসির গোলে লিড নেয় মিয়ামি।ম্যাচের ১০ম মিনিটে বক্সে ঢোকার আগমুহূর্তে মেসি চার ডিফেন্ডারকে কাটিয়ে বল পাঠান জালে। ১-০ লিড নেয় মিয়ামি। বিরতির আগেই ব্যবধান বাড়ান মেসি। ম্যাচের ৩৯তম মিনিটে সিলভেত্তির ব্যাক পাস থেকে পাওয়া বল জালে জড়িয়ে দলকে ২-০ গোল এগিয়ে দেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
বিরতির পরও মেসির ঝলক অব্যাহত থাকে। ম্যাচের ৭৩তম মিনিটে জর্দি আলবা মেসির সঙ্গে বদ দেওয়া-নেওয়া করে গোল দেন। মিয়ামি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। ম্যাচের ৭৫তম মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে আলেন্দে গোল করে ব্যবধান ৪-০ করেন। ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট ছিলো গোলটি। যা পেশাদার ফুটবলে প্রথম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































