নিজস্ব প্রতিবেদকঃ আগের রাতে দলে যোগ দেওয়া উইল জ্যাকসকে নিয়ে ব্যাটিংয়ে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক লিটন দাস। মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুর ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯ রান করেছে কুমিল্লা।
টানা ৪ জয়ে বিপিএলের চলতি আসরে উড়ন্ত শুরু পেয়েছিল খুলনা। যদিও পরে বরিশালের বিপক্ষে সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে হারতে হয়েছে। কুমিল্লার বিপক্ষে জয় দিয়ে আবারও ছন্দে ফিরতে মরিয়া এনামুল হক বিজয়রা। ৫ ম্যাচে চার জয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে তারা। অন্যদিকে, হেভিওয়েট কুমিল্লা চলতি আসরে এখনো সেভাবে নিজেদের মেলে ধরতে পারছে না। ব্যাট হাতে ছন্দে নেই দলের তারকা ব্যাটাররা। ৫ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের চারে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
কুমিল্লা একাদশ- লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকির আলি অনিক, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, আমের জামাল, খুশদিল শাহ, উইল জ্যাক্স ও মাহিদুল ইসলাম।
খুলনা একাদশ- এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম, ফাহিম আশরাফ, নাহিদুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসুম আহমেদ ও আকবর আলি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post