নিজস্ব প্রতিবেদকঃ দিন কয়েক আগেই ঢাকা প্রিমিয়ার লিগে জ্যামের কারণে সময়মতো মাঠে পৌঁছাতে না পারায় খবরের শিরোনাম হয়েছিলেন তামিম ইকবাল। এবার ব্যক্তিগতভাবে কোনো ক্রিকেটার নয়। একসাথে চারটি দল নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি মাঠে। আর এর কারণে মঙ্গলবার স্থগিত করা হয়েছে টুর্নামেন্টের দুটি ম্যাচ।
এদিন সাভারে অবস্থিত বিকেএসপির একটি মাঠে নুরুল হাসান সোহানের শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং মাশরাফী বিন মোর্ত্তাজার লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ হওয়ার কথা ছিল। আরেকটি মাঠে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং পারটেক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হওয়ার কথা। তবে দুটি ম্যাচের চারটি দলের কেউই নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি মাঠে। যার কারণে স্থগিত করা হয়েছে ম্যাচগুলো।
মূলত সাভারের জোড়পুলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে একটি তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। এ সময় আগুনে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা গেছেন। আর যার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এ কারণেই দলগুলো বিকেএসপিতে যেতে পারেনি।
Discussion about this post