স্পোর্টস ডেস্ক:: ওয়ানডে ক্রিকেটে ভারত মাঠে নামবে আর টসে হারবে যেনো আগ থেকেই লিখা। অধিনায়ক বদলেও টসের ভাগ্য বদলাচ্ছে না ভারতের। ক্রিকেটের দাপুটে দেশটি একের পর এক টস হেরেই যাচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজেও চলছে এর ধারাবাহিকতা।
টানা ১৮টি ওয়ানডে টস হেরেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচেও টস জিততে পারেনি সফরকারী দলটি। স্বাগতিক অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ সিরিজের তৃতীয় এক দিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
টস হেরে ফিল্ডিং করছে ভারত। যদিও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা জিতেছিলো ৭ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচ ২ উইকেটের ব্যবধানে জিতে সিরিজ জয় নিশ্চিত করে। টস হারের মতো ওয়ানডে সিরিজে ম্যাচও হেরে চলছে শুভমান গিলের ভারত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































