স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে পাকিস্তান-নেদারল্যান্ডস। শুক্রবার হায়দ্রাবাদে দুদলের মধ্যকার ম্যাচের টস হয়েছে ইতোমধ্যে। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।
শুরুতে ব্যাট করার বিষয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘আমরা ব্যাট হাতে সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা ২৯০ থেকে ৩০০ প্লাস রান করার চেষ্টায় থাকবো।’ অন্যদিকে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড জানিয়েছেন, ফ্লাড লাইনের নিচে রান করা কিছুটা সহজ হওয়ায় পরে ব্যাটিং করবেন তারা।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিওজয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি ও হারিস রউফ।
নিউজিল্যান্ডের একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক ও’ডাউড, কলিন আকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটকিপার), বাস ডি লিড, তেজা নিদামানুরু, শাকিব জুলফিকার, লগান ফন বিক, রিওলফ ফন ডার মারউই, পল ফন মিরকেরান ও আরিয়ান দত্ত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post