স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসিদের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচ খেলতে চেয়েছিলো ভারতে। তবে সর্বভারতী ফুটবল ফেডারেশন টাকার অভাবে ফিরিয়ে দিয়েছে আর্জেন্টিনার প্রস্তাব। ফলে বিশ্ব চ্যাম্পিয়দের লড়াই দেখা হয়নি ভারতীয় দর্শকদের।
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, জুনে ভারতে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব আর্জেন্টিনাই দিয়েছিলো ভারতকে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান পাবলো জােয়াকিন দিয়াজ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)’র সঙ্গে যোগাযোগ করেন।
তবে ভারত আর্জেন্টিনার ম্যাচ আয়োজন করতে রাজি হয়নি। কারণ মেসিদের চাওয়া মতো বিশাল অঙ্কের টাকা দিতে পারবে না দেশটি। বিষয়টি নিশ্চিত করেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব শাজি প্রভাকরণ। তিনি জানান আর্জেন্টিনার চাহিদা মতো অর্থ পরিশোধের পরও আরো অনেক খরচ ছিলো। যা প্রদান করা তাদের পক্ষে সম্ভব চিলো না।
শাজি প্রভাকরণ স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু ম্যাচ আয়োজন করার জন্য বিপুল টাকা দিতে হত। আর্জেন্টিনা যে টাকা চেয়েছিল সেটা অনেক। তার জন্য আমাদের একটা বড় স্পনসর লাগত। ফেডারেশনের একার পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব ছিল না। তাই আমরা প্রস্তাব ফিরিয়ে দেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post