স্পোর্টস ডেস্কঃ প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে জিম্বাবুয়ে স্বপ্ন দেখতে শুরু করে সিরিজ জয়ের। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ১০০ রানের বড় ব্যবধানে হেরে সেই স্বপ্নপূরণ বিলম্বিত হয়। রোডেশিয়ানরা অপেক্ষায় ছিল তৃতীয় ম্যাচের। কিন্তু তৃতীয়টিতেও জয় পায়নি তারা। হারারেতে বুধবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ২৩ রানে জিতেছে ভারত। ১৮২ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৫৯ রানে থামিয়ে দিয়েছে তারা।
আগে ব্যাটিংয়ে নেমে শুভমান গিলের ৬৬ এবং রুতুরাজ গায়কোয়াড়ের ৪৯ রানে ভর করে ১৮২ রান করে ভারত। দীর্ঘদিন পর ভারতের দলে ফেরা যশস্বী জয়সওয়াল ওপেনিংয়ে নেমে করেছেন ৩৬ রান। ৩ ছক্কা ও ৭টি চারে ৪৯ বলে ৬৬ রানের ইনিংস খেলে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আগের ম্যাচে ২ রান করা গিল। টানা দ্বিতীয় ফিফটির সম্ভাবনা জাগিয়ে রুতুরাজ গায়কোয়াড় ফেরেন ২৮ বলে ৪৯ রান করে। তাদেরকে ছাপিয়ে অবশ্য ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ওয়াশিংটন সুন্দর। বাঁহাতি স্পিনে ৪ ওভারে স্রেফ ১৫ রান দিয়ে তিন শিকার ধরেন তিনি।
জিম্বাবুয়ের হয়ে ২৫ রান দিয়ে ২ উইকেট করে নিয়েছেন সিকান্দার রাজা ও ব্লেসিং মুজারাবানি। এদিকে জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ডিওন মার্শ অপরাজিত থাকেন ৪৯ বলে সর্বোচ্চ ৬৫ রান করে। তবুও দলের পরাজয় এড়াতে পারেননি তিনি। ৩৭ রান করেন ক্লাইভ মাদান্দে। ১৮ রানে অপরাজিত থাকেন ওয়েলিংটন মাসাকাদজা। দুই দলের চতুর্থ টি-টোয়েন্টি আগামী শনিবার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post