নিজস্ব প্রতিবেদকঃ টি-টোয়েন্টি সিরিজের জন্য বৃহস্পতিবার বাংলাদেশে এলো ১৭ ক্রিকেটারসহ শ্রীলঙ্কার ২৭ জনের বহর। দুপুরে ঢাকায় পা রাখেন লঙ্কানরা। বিকেলের ফ্লাইটে সিলেট যান তারা। বিকেল পৌনে ৫টায় ঢাকা থেকে সিলেট পৌঁছান।
সিলেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি আগামী ৪ মার্চ। পরের দুটি ম্যাচ আগামী ৬ ও ৯ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের পর দুই দল যাবে চট্টগ্রামে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে সেখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৩, ১৫ ও ১৮ মার্চ হবে সিরিজের তিন ম্যাচ।
এদিকে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। নিষেধাজ্ঞার কারণে প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার অনুপস্থিতিতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক চারিথ আসালাঙ্কা। এদিকে চোটের কারণে ছিটকে গেছেন দলটির ওপেনার পাথুম নিসাঙ্কা। আর এখনও ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করে নি দ্বীপ দেশটির ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ অধিনায়ক), কুশল মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, জেফ্রে ভ্যান্ডারসে, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশাঙ্কা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুশারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post