নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে আরেকটি জয়ের স্বাদ পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার খুলনা টাইগার্সকে বড় ব্যবধানে হারাল মোহাম্মদ মিঠুনের দল। মিরপুরে আগে ব্যাট করে ১৫৩ রান করে খুলনা। রান তাড়ায় হ্যারি টেক্টর ও রায়ান বার্লের ব্যাটে ৫ উইকেটের বড় জয় পায় সিলেট।
রান তাড়ায় নেমে শুরুটা ধীরগতির ছিল সিলেটের। দলীয় ১৩ রানে সামিত প্যাটেলের উইকেট হারায় তারা। ২ ছক্কায় ৯ বলে ১৩ রান করে আউট হন তিনি। এরপর ক্রিজে নেমে ওপেনার হ্যারি টেক্টরকে যোগ্য সঙ্গ দিতে পারেননি নাজমুল হোসেন শান্তও। ১৬ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন তিনি। দুই বলের ব্যবধানে রানের খাতা না খোলার আগেই মার্ক দেয়ালের শিকার হন জাকির হাসান। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে রেখে দলকে লড়াইয়ে রাখেন আইরিশ অলরাউন্ডার টেক্টর।
মিডল অর্ডারে ব্যাট করতে নেমে তাকে সঙ্গ দিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান অধিনায়ক মোহাম্মদ মিথুন। ৩ চারের মারে ১৯ বলে ২৪ রান করে তিনি আউট হলেও ক্রিজ আঁকড়ে রাখেন টেক্টর। ৪৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৫২ বলে ৬১ রানে থামে তার ইনিংস। দলের জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ১২ বলে ১৯ রান। বাকি দায়িত্বটা দক্ষ হাতে সামলে নেন রায়ান বার্ল। ১৯তম ওভারে আক্রমণে আসা রুবেল হোসেনকে সমান ২টি চার ও ছক্কা হাঁকিয়ে দলকে এনে দেন দারুণ এক জয়। ১৬ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩২ রানে অপরাজিত থাকেন বার্ল।
এর আগে দুই ওপেনারের ব্যাটে শুরুটা ভালোই ছিল খুলনার। তবে ১২ রান করে লুইস সাজঘরে ফেরেন। তিনে নেমে আক্রমণাত্মক শুরু করেন আফিফ। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার। ১৬ বলে ২৪ রানে থেমেছেন তিনি। চার নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন মাহমুদুল হাসান জয়। ৬ বল খেলে ১ রানের বেশি করতে পারেননি তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন বিজয়। অধিনায়ক অপরাজিত ছিলেন ৫৮ বলে ৬৭ রান করে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন হাবিবুর। তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩০ বলে ৪৩ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post