নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে অধিনায়কত্ব নিয়ে জলঘোলা হয়েছিল বেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আছেন ইনজুরিতে ছিলেন। আঙ্গুলের ইনজুরিতে টেস্টে খেলা হচ্ছে না তার। তবে সব কাটিয়ে শেষ পর্যন্ত লিটন দাসকেই অধিনায়ক করা হয়।
আগে থেকে সহ-অধিনায়ক ও অন্তবর্তীকালীনভাবে টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে অধিনায়কত্ব করেছিলেন লিটন। যার ফলে অধিনায়কত্ব নতুন কিছু না এই তারকার জন্য। তবে টেস্টের মতো ফরম্যাটে এই প্রথম নেতৃত্ব দিচ্ছেন তিনি। ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাটে অধিনায়কত্ব করাকে গর্বের বলছেন লিটন। তবে বিশেষ কিছু নয় বলে জানিয়েছেন তিনি।
অধিনায়কত্ব প্রসঙ্গে লিটন দাস বলেন, ‘বিশেষ কিছু না। এটা তো অবশ্য একটা ভালো লাগার ব্যাপার কাজ করে। টেস্ট ক্রিকেটকে সবাই প্রাধান্য দেয়। টেস্ট ক্রিকেটার হওয়াটাই অনেক বড় বিষয়। তার মধ্যে দেশের হয়ে অধিনায়কত্ব করা এটা তো অবশ্যই গর্বের বিষয়।’
অতীতের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, ‘আপনি যদি সহ-অধিনায়কত্ব করেন, তাহলে…(অভিজ্ঞতা তৈরি হয়)। এমনও হয়েছে যে, সাকিব ভাই মাঠের বাইরে গেছেন, তখন আমাকে দুই-এক ওভার হলেও অধিনায়কত্ব করতে হয়েছে। এটা নিয়ে তাই চিন্তা হয়নি।’
উল্লেখ্য, আগামী ১৪ জুন থেকে মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের প্রথম এবং একমাত্র টেস্ট ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post