স্পোর্টস ডেস্কঃ মাইকেল নেসার নিউজিল্যান্ড সফরের অস্ট্রেলিয়া টেস্ট দলে জায়গা পেলেন। ৩৩ বছর বয়সী এই পেসারের ২০২১ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল। পরের টেস্টটি খেলতে প্রায় এক বছর অপেক্ষা করতে হয় তাঁকে। ২০২২ সালের ডিসেম্বরে অ্যাডিলেডেই উইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলেছিলেন তিনি। এরপর আর কোনো টেস্ট এখন পর্যন্ত আর খেলা হয়ে ওঠেনি তাঁর।
নিউজিল্যান্ড সিরিজের দল নিয়ে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরম্যান্স এবং আমরা যে কন্ডিশন প্রত্যাশা করছি, এসবের ভিত্তিতে মাইকেল নেসারকে আরেকটি সুযোগ পেতে দেখে ভালো লাগছে। আমরা ভিন্ন ধরনের বোলারদের কথা ভেবেছি। শুধুই নিউজিল্যান্ড বলে এ সফরের একটা বিলাসিতা হচ্ছে—অনেক লম্বা নয়, ফলে কয়েকজনকে নির্দিষ্ট ভূমিকাতেই নেওয়া হয়েছে। কাউকে দরকার পড়লে ওপাড়ে যাওয়াটা বড় কোনো চ্যালেঞ্জও নয়।’
দুই ম্যাচের সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বাড়তি ব্যাটসম্যান হিসেবে আছেন ম্যাট রেনশ। অ্যালেক্স ক্যারি ছাড়া বাড়তি কোনো কিপার ও ন্যাথান লায়ন ছাড়া বাড়তি স্পিনার নেই। পেস বোলিংয়ে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্কই অজিদের প্রথম পছন্দ। নেসারের সঙ্গে ব্যাক আপ পেসার হিসেবে থাকবেন স্কট বোল্যান্ড। দুই দেশের মধ্যে দূরত্ব বেশি না হওয়ায় তেমন ব্যাকআপ খেলোয়াড় নেয়নি অজিরা।
নিউজিল্যান্ড সফরে অস্ট্রেলিয়া দল- প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post