নিজস্ব প্রতিবেদক:: ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে সিলেট প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। সিলেট জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির বৈঠকে লিগ শুরুর সময় নির্ধারণ করা হয়েছে।
সিলেট জেলা স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় ক্রিকেট কমিটির বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে আগামি ৭ ডিসেম্বর থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ ও ২৫ ডিসেম্বর থেকে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম বিভাগ ক্রিকেট লিগের ম্যাচ হবে সিলেট জেলা স্টেডিয়ামে। এম সি কলেজ মাঠে হবে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ম্যাচ।
বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব ও জেলা ক্রিকেট কমিটি, সিলেট এর সদস্য মোঃ নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রিকেট কমিটির সদস্য খন্দকার রাজিন সালেহ আলম ও বিসিবির কাউন্সিলর সৈয়দ ফজলে এলাহী অভি, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ওয়াহিদ উমায়ের, কমিটির সহকারী সম্পাদক গউছ মঈন উদ্দীন হায়দার।
এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটি, সিলেট এর সম্পাদক ও জেলা ক্রিকেট কমিটি, সিলেট এর সদস্য কবির আহমদ, সর্বশেষ ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২০২৪ এর চ্যাম্পিয়ন ক্লাব বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের প্রতিনিধি ও জেলা ক্রিকেট কমিটি, সিলেট এর সদস্য আশরাফ হোসাইন আরমান, রানার্স-আপ ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব, সিলেট এর প্রতিনিধি ও জেলা ক্রিকেট কমিটি, সিলেট এর সদস্য একরাম আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































