স্পোর্টস ডেস্কঃ ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠল লিভারপুল। প্রথম লেগে ২-১ গোলে জয়ে এগিয়ে ছিল তারা। দ্বিতীয় লেগে গত রাতে প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল। দ্বিতীয়ার্ধের শেষদিকে সেই গোল পরিশোধ করে লড়াইয়ে ফেরার আভাস দেয় ফুলহাম। তবে সেটা আর হয়নি। ড্র করেই লিগ কাপের ফাইনালে লিভারপুল।
ফিরতি লেগে মাঠে নেমে ১১ মিনিটেই গোল পেয়েছে লিভারপুল। বাতাসে ভেসে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে ফুলহাম গোলকিপার বার্নড লেনোকে পরাস্ত করেন লুইস দিয়াজ। ৭৬ মিনিটে ইসা দিওপের গোল থেকে ম্যাচে সমতায় ফেরে ফুলহাম। কিন্তু শেষ পর্যন্ত লড়েও দুই লেগ মিলিয়ে সমতায় ফিরতে পারেনি তারা। এই জয়ে লিগ কাপে ১৪তম বারের মতো ফাইনালে উঠল লিভারপুল। আর কোনো দল এই টুর্নামেন্টে এতবার ফাইনালে উঠতে পারেনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post