স্পোর্টস ডেস্ক:: সকালে ঢাকায় এসেই দুপুরের ম্যাচে একাদশে রংপুর রাইডার্সের ইমরান তাহির ও রেজা হেনড্রিংস। বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্স চট্টগ্রাম চ্যালেঞ্জাসের বিপক্ষে আগে ব্যাট করছে।
বিপিএলে বিদেশীদের যাওয়া আসা চলছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশটির ক্রিকেটাররা বিপিএল ছেড়ে ফিরে যাচ্ছেন। শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজের জন্য দেশ দু’টির ক্রিকেটাররা যাচ্ছেন।
রংপুর রাইডার্স বিদেশী কোটায় দলে ভেড়ায় ইমরান তাহির ও রেজা হেনড্রিংসকে। শনিবার সকালে দু’জনে ঢাকায় এসে দুপুরেই চট্টগ্রামের বিপক্ষে একাদশে সুযোগ পান।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।
রংপুর একাদশ: রিজা হেনড্রিংস, রনি তালুকদার, টম মুরস, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, জিমি নিশাম, মাহেদি হাসান, শামিম হোসাইন, আশিকুর জামান, হাসান মাহমুদ ও ইমরান তাহির।
চট্টগ্রাম একাদশ: জস ব্রাউন, টম ব্রুস, সালাউদ্দীন শাকিল, শাহাদাত হোসাইন, কার্টিস ক্যাম্পার, সৈকত আলি, শুভাগত হোম, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল আমিন হোসাইন ও বিলাল খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post