নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা। আর দলটিতে এবার খেলছেন তাসকিন আহমেদ। জাতীয় দলের এই পেসারকে একইসাথে সহ-অধিনায়কও করা হয়েছে।
ঢাকার সহ-অধিনায়ক হয়ে টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন তাসকিন। সেখানে জানিয়েছেন সুযোগ পেলে বাংলাদেশ জাতীয় দলেরও অধিনায়ক হতে চান তিনি। এদিকে নিজেদের দল নিয়েও প্রত্যাশার কথা শুনিয়েছেন এই তারকা পেসার। জানিয়েছেন দল হিসেবে খেলতে পারলে ভালো কিছু হবে।
বাংলাদেশের অধিনায়কত্ব প্রসঙ্গে তাসকিন বলেন, ‘অবশ্যই (বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হতে চাই)। কেন না! সব খেলোয়াড়ের জন্যই স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে এক সময়।’
নিজ দল প্রসঙ্গে তাসকিনের ভাষ্য, ‘আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার আছে, মোসাদ্দেক আছে, আমিও আছি, আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে ঠিক সময়ে পাওয়া যাবে না। যে দলটা আছে এটাকেই যদি গুছিয়ে, ঐক্যবদ্ধ হয়ে খেলতে পারি অবশ্যই ভালো কিছু হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post