নিজস্ব প্রতিবেদকঃ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে এই ম্যাচ। আর এদিন মাঠে থাকছেন দলের বাইরে থাকা সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালও। তবে ক্রিকেটারের ভূমিকায় নয়, তাকে দেখা যাবে ধারাভাষ্য বক্সে।
এ ম্যাচ দিয়ে তাই আন্তর্জাতিক ধারাভাষ্যেও অভিষেক হয়ে যাচ্ছে তামিমের। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম লিখেছেন, ‘আগামীকাল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ধারাভাষ্য প্যানেলের ছোট অংশ থাকব। আমার প্রথম আন্তর্জাতিক ম্যাচ! ধারাভাষ্যের অভিজ্ঞতা আবারও নিতে মুখিয়ে আছি!’ দুপুর ১২টা ৪০ মিনিট থেকে বেলা ১টা ১০ এবং ১টা ৪০ মিনিট থেকে ২টা ১০ মিনিটের স্লটে ধারাভাষ্যে থাকবেন বলেও নিশ্চিত করেন তামিম।
এর আগে বিপিএলে ধারাভাষ্য দিয়েছেন তামিম। তার সঙ্গে একই সময়ে কণ্ঠ দিয়েছিলেন আতাহার আলী খান। তামিমকে আবার ধারাভাষ্য কক্ষে পেয়ে উচ্ছ্বসিত আতাহার। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি লিখেন, ‘মিরপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে কমেন্ট্রি বক্সে তামিম ইকবালের সাথে থাকার অপেক্ষায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post