নিজস্ব প্রতিবেদকঃ নেদারল্যান্ডসের বিপক্ষেও হারল বাংলাদেশ। শনিবার বাজে ব্যাটিংয়ের খেসারত দিলো সাকিব আল হাসানের দল। কলকাতায় ডাচদের করা ২২৯ রানের জবাবে মাত্র ১৪২ রানে অলআউট হয়েছে টাইগাররা। ৮৭ রানের বড় জয় পেয়েছে চলতি আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া নেদারল্যান্ডস।
বিশ্বকাপের আগে তামিম ইকবালকে নিয়ে ওঠা বিতর্ক, তাতে নিজের জড়িয়ে যাওয়া, দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলার কথা স্বীকার করেছেন হতাশ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তামিম আড়াই বছর অধিনায়ক ছিলেন। দলে তাঁর নিশ্চয়ই অনুসারী আছে। এটা কি দলে প্রভাব ফেলছে মনে হয়? এই প্রশ্নে সাকিবের উত্তর, ‘ফেলতেই পারে। অস্বাভাবিক কিছু নয়। একেকজনের মনে কী আছে বোঝা মুশকিল। আপনি যেটা বলছেন, সেটা আমি দ্বিমত করছি না। আসলে (প্রভাব) ফেলতেও পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post