স্পোর্টস ডেস্কঃ সাফের সেমিফাইনালে বাংলাদেশ আজ মুখোমুখি হবে এশিয়ান ফুটবলের অন্যতম শক্তিশালী দল কুয়েতের বিপক্ষে। ৩৭ বছর পর মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে খেলতে নামবে জামাল ভূঁইয়ারা। শনিবার ভারতের ব্যাঙ্গালোরের শ্রী কান্তিরভা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় মাঠে নামবে দুই দল।
কুয়েত ম্যাচে তারিককে রেখে একাদশ সাজিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। ফলে গত ম্যাচে একাদশে খেলা রহমত মিয়া আজ চলে গেছেন বেঞ্চে। তারিকের একাদশে আসা ছাড়া বাকি দলটা অপরিবর্তিতই রেখেছেন কোচ। বিশ্বকাপ খেলা দলটিকে হারিয়ে ফাইনালে উঠে ইতিহাস গড়ার লক্ষ্য জামাল ভূঁইয়াদের।
বাংলাদেশ-কুয়েত দুই দল প্রথম মুখোমুখি ১৯৭৩ সালের মারদেকা কাপে। সেই ম্যাচে ২-১ গোলে হেরেছিল বেঙ্গল টাইগাররা। পরের মুখোমুখি ১৯৮৬ সালের এশিয়ান গেমসে। সেখানে ৪-০ গোলের হারের বিষাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল লাল সবুজের প্রতিনিধিদের। ৩৭ বছর পর আজ আবার ব্যাঙ্গালোরেতে মুখোমুখি হচ্ছে দুই দল। এদিকে এবারের আসরে লেবাননের কাছে হেরে মিশন শুরু বাংলাদেশের।
হারে আসর শুরুর পর শক্তিশালী মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে ১৪ বছর পর সাফের সেমিফাইনালে উঠে বাংলাদেশ। সেমির মিশনে বাংলাদেশ দলে এসেছে এক পরিবর্তন। শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে ছিলেন তারিক। সেখানেই তিনি আভাস দিয়েছিলেন কুয়েতের বিপক্ষে খেলতে পারবেন। কোচও তাকে দিয়েছিলেন সবুজ সংকেত। এবার তিনি সুযোগ পেয়েছেন শুরুর একাদশে।
বাংলাদেশের একাদশ-
আনিসুর রহমান, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ইসা ফয়সাল, সোহেল রানা, মো. হৃদয়, সোহেল রানা (সিনিয়র), জামাল ভূঁইয়া, শেখ মোরছালিন ও রাকিব হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post