স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে সমতা ফেরাল স্বাগতিক ভারত। আজ বিশাখাপত্মমে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ভারত ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল রোহিত শর্মার দল। হায়দারাবাদে সিরিজের প্রথম টেস্ট ২৮ রানে জিতেছিল ইংলিশরা।
‘অনভিজ্ঞ’ এই দল নিয়ে টেস্ট জিতে গর্বিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এইরকম একটি তারুণ্যনির্ভর দল নিয়ে আমি খুবই গর্বিত। এমন একটি দলের বিপক্ষে, যারা সিরিজের প্রথম টেস্ট জিতেছে, তাদের বিপক্ষে এভাবে খেলতে পারাটা খুবই ইতিবাচক। যেমনটা বলছিলাম, এই সংস্করণে খেলার বিবেচনায় অনেক ছেলেই বেশ তরুণ। তাই নিখুঁত হতে অবশ্যই তাদের কিছুটা সময় লাগবে, কিন্তু তাদের সেটা দিতে হবে। তাদের আরও কিছুটা সময় দরকার, স্বাধীনতাও দরকার। এটা নিয়ে আমরা সবসময় ড্রেসিং রুমে কথা বলি, আমরা চাই এই ছেলেরা উইকেটে গিয়ে কিছু সময় থাকুক এবং কোনো চাপ ছাড়াই স্বাধীনভাবে খেলুক।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post