স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি তিন টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। আগেই ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, সিরিজের বাকি ম্যাচগুলোও খেলবেন না বিরাট কোহলি। শেষ পর্যন্ত তাই হয়েছে। নেই কোহলি। এছাড়া বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার।
গত ২২ জানুয়ারি প্রথম টেস্ট শুরুর তিন দিন আগে ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্ট থেকে কোহলির সরে যাওয়ার কথা জানায় বিসিসিআই। দলের সঙ্গে যোগ দিতে সেদিন সকালে হায়দরাবাদে পৌঁছালেও আবার ফিরে যান কোহলি। বিসিসিআই তখন বলেছিল, ভারতের অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নিয়েছেন কোহলি।
এদিকে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে না পারা রবিদ্র জাদেজা ও লোকেশ রাহুল তৃতীয় টেস্ট খেলতে দলে ফিরেছেন। স্কোয়াডে নাম থাকলেও তারা খেলতে পারবেন কিনা, সে বিষয়ে এখনো কোনো কিছু নিশ্চিত করে জানা যায়নি। মেডিকেল টিমের ছাড়পত্র পেলেই তারা খেলতে পারবেন। জাদেজা দলে ফেরায় বাদ পড়েছেন অর্থোডক্স স্পিনার সৌরভ কুমার। একই সঙ্গে পেসার মোহাম্মদ সিরাজ ফেরায় বাদ পড়েছেন আভেশ খান।
১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। রাঁচিতে চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ ফেব্রুয়ারি এবং ধর্মশালায় সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটি আগামী ৭ মার্চ শুরু হবে। সিরিজে আপাতত ১-১ ব্যবধানে সমতায় ভারত ও ইংল্যান্ড। প্রথম টেস্টে দারুণ জয় পায় সফরকারীরা। তবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় রোহিত শর্মার দল। জাসপ্রিত বুমরাহ আগুনে বোলিং করে স্বাগতিকদের সিরিজে সমতায় ফেরান।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, লোকেশ রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, কে এস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post