স্পোর্টস ডেস্ক:: প্রচণ্ড গরমের কারণে এবার ঢাকা প্রিমিয়ার লিগের সূচিতে পরিবর্তন এলো। সিসিডিএম ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করে সুপার লিগ শুরুর সময় সূচি নির্ধারণ করেছে।
প্রচণ্ড রোদ ও তাপদাহের কথা বিবেচনায় রেখে ক্লাবগুলো প্রতিটি ম্যাচের আগে দুই দিনের বিরতি চেয়ে ছিলো। প্রিমিয়ার লিগের সূচিতে ছিলো এক দিনের বিরতি।
ঢাকা প্রিমিয়ার লিগের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সিসিডিএম ক্লাবগুলোর দাবি মেনে নিয়েছে। সুপার লিগের প্রথম রাউন্ডের সূচিতে ম্যাচের বিরতিতে দুই দিন গেপ রেখেছে। রেলিগেশন লিগেও থাকছে দুই দিনের বিরতি।
সিসিডিএম প্রতি ম্যাচের পর এক দিনের বিরতি দিয়ে দ্রুত ঢাকা লিগ শেষ করতে চেয়েছিলো। যাতে জিম্বাবুয়ে সিরিজের আগেই খেলা শেষ করা যায়। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিসিডিএমের বৈঠকে ক্লাবগুলো দুই দিনের বিরতি চায়।
নতুন সূচি অনুযায়ী ২২ এপ্রিল থেকে শুরু হবে সুপার লিগ, ২৩ এপ্রিল থেকে রেলিগেশন লিগ। সুপার লিগের প্রথম রাউন্ডে মিরপুর স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে খেলবে প্রাইম ব্যাংক। বিকেএসপিতে শাইনপুকুর খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। মোহামেডান ও শেখ জামাল খেলবে ফতুল্লায়।
২৩ ও ২৪ এপ্রিল বিশ্রাম শেষে ২৫ এপ্রিল সুপার লিগে ফতুল্লায় আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স মুখোমুখি হবে। শাইনপুকুর ও শেখ জামাল খেলবে বিকেএসপিতে। প্রাইম ব্যাংক ও মোহামেডান খেলবে মিরপুরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post