স্পোর্টস ডেস্কঃ আবার একসঙ্গে খেলা শুরু করেছেন সাবেক দুই বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি। মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে গত বছর যোগ দেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। আর গত মাসে সুয়ারেজের ঠিকানাও হয়ে যায় এই ক্লাব।
এদিকে দুই বন্ধুর পুনর্মিলনীর পর মায়ামি যেন জিততেই ভুলে গেছে। সুয়ারেজের অভিষেক ম্যাচে এল সালভাদরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল তারা। এবার এফসি ডালাসের বিপক্ষে হেরে গেছে দলটি। তীব্র ঠান্ডায় আজ কটন বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে প্রীতি ম্যাচে মাঠে নামে মায়ামি। প্রতিপক্ষের জালে গোল করার অনেক সুযোগ পেয়েছিল তারা। তবে পারে নি। শেষ পর্যন্ত মায়ামি হেরে গেছে ১-০ গোলে।
অবশ্য এই ম্যাচে পুরো সময় ধরে মেসিকে খেলাননি মায়ামি কোচ। ম্যাচের ৬৪ মিনিটে মেসির সঙ্গে সুয়ারেজ ও সের্হিও বুসকেতসকেও তুলে নেওয়া হয়। ম্যাচের মাত্র ৩ মিনিটে মায়ামির জালে বল জড়িয়ে দেন ডালাসের ফরোয়ার্ড জেসুস ফেরেইরা। তবে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা মেসি দলকে জেতানোর প্রাণপণ চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত পারেননি। এমনকি দলকে সমতায়ও ফেরাতে পারেননি তিনি। মেসির প্রথম দুটি শট ফিরিয়ে দিয়েছেন ডালাসের গোলরক্ষক মার্তেন পেয়েস।
ম্যাচের ২৭ মিনিটে উরুগুয়ের তারকা সুয়ারেজের পাস করা বলে মেসির তৃতীয় শটটি চলে যায় গোলবারের বাঁপাশ দিয়ে। সুয়ারেজও টার্গেটে দুইবার শট নেন। একবার তাকে ব্যর্থ করেন গোলরক্ষক, আরেকবার গোলবারের ডানপাশ দিয়ে বল চলে যায়। মায়ামির হয়ে দুই ম্যাচ খেলেও গোলহীন সুয়ারেজ। প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে এরপর সৌদি আরবে দুটি ম্যাচ খেলবে মায়ামি, এর একটি ক্রিস্তিয়ানো রোনালদোর দল আল নাস্রের বিপক্ষে আগামী ২ ফেব্রুয়ারি। এরপর হংকংয়ে একটি ম্যাচ খেলবে তারা, একটি খেলবে জাপানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post