স্পোর্টস ডেস্ক:: মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডার তৃতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে জিতেছেন আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার। গত মাসে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন, এবার পেলেন তার পুরস্কার।
দুই বছর পর বাংলাদেশে এলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের মাসসেরা ক্রিকেটারের পুরস্কার। এর আগে সর্বশেষ ২০২৩ সালে সাকিব আল হাসান এই পুরস্কার জিতেছিলেন। সেবার তিনি মার্চ মাসের সেরা হয়েছিলেন। এবার হলেন মিরাজ।
তবে তাদের দু’জনের আগে আইসিসির এই পুরস্কার জিতেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরার পুরস্কার জিতেছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এবার ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে এই পুরস্কার অর্জন করেন মিরাজ। অসাধারণ পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে দুই নম্বরে উঠে আসেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে মিরাজ সিরিজসেরা খেলোয়াড় নির্বাচিত হন। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে ১৫ উইকেট নেন, যার মধ্যে তিনবার ফাইফার (৫ উইকেট) পূর্ণ করেন। দ্বিতীয় টেস্টে চট্টগ্রামে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি (১০৪ রান) করেন। ওই ম্যাচ বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করে।
মাসেসরা ক্রিকেটারের সম্মননা পেয়ে মিরাজ বলেন, ‘আইসিসি মাসসেরা পুরুষ ক্রিকেটার হওয়া সত্যিই অবিশ্বাস্য সম্মান। আইসিসি পুরস্কার যেকোনো ক্রিকেটারের জন্য চূড়ান্ত স্বীকৃতি। বিশ্বজুড়ে ভক্তদের ভোটে এই পুরস্কার পাওয়া আমার জন্য অনেক অর্থবহ। ২০১৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়া আমার ক্যারিয়ারের শুরুতে বিশাল অনুপ্রেরণা ছিল। আর এই পুরস্কার ঠিক ততটাই বিশেষ।’
এই পুরস্কার দলের সবার জানিয়ে তিনি আরো বলেন, ‘আমি সত্যিই আনন্দিত। এই পুরস্কার আমাকে আরও অনুপ্রাণিত করবে যাতে আমি বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে আরও সাফল্য এনে দিতে পারি। আমরা ক্রিকেটাররা স্বপ্ন দেখি পারফর্ম করার, মানুষের মুখে হাসি ফোটানোর। আইসিসির এমন স্বীকৃতি আমাকে আরও কঠোর পরিশ্রম করতে এবং ধারাবাহিকভাবে দেশের হয়ে ভালো খেলতে উৎসাহিত করে। আমি আমার সতীর্থ, কোচ এবং ভক্তদের ধন্যবাদ জানাই—এই পুরস্কার তাদের সবার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০