স্পোর্টস ডেস্ক:: পেসার তানজীম হাসান সাকিবের বিশ্বাস তার সতীর্থরা তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবেন। বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে কামব্যাক করবে। পরপর দুই টি-২০ সিরিজে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকী থাকতেই হেরেছে বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্রিকেটাররা।
২০২ রান তাড়ায় নয়ে নামা পেসার তানজীম সাকিবের হাফ সেঞ্চুরির পরও বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১৪৪ রানে। ৭০ রানের আগেই বাংলাদেশ সাত উইকেট হারিয়ে ফেলে। অথচ একটা সময় তিন ওভারে ৩৮ রানেও ছিলো শুন্য উইকেট। এরপরই ধ্বসে পড়ে টাইগারদের ব্যাটিং লাইনআপ। ম্যাচ শেষে নয়ে নেমে হাফ সেঞ্চুরি করা সাকিব জানিয়েছেন, সিরিজের শেষ ম্যাচে দল ঘূরে দাঁড়াবে।
সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমাদের খেলোয়াড়েরা ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে প্রুভেন। তারা একটু ছন্দের বাইরে আছে। কিন্তুু আমি আমার টিমমেটদের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাস রাখি। আমি আশা রাখছি তারা পরবর্তী ম্যাচে কামব্যাক করবে।’
অন্য দিকে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক লিটন দাস হারের দায় ব্যাটসম্যানদেরই দিয়েছেন। জানিয়েছেন, ক্রিকেটাররা বেসিক কাজটাই করতে পারছেন না। ম্যাচে রান নিতে গিয়ে হৃদয়ের উপর মেজাজ হারান লিটন দাস। এরপর নিজেও আউট হয়ে যান তিনি। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিটন দাস বলেন, ‘ক্রিকেটে আপনার বেসিক জিনিসগুলো করতে হবে। এটা (রান নেওয়া) তো বেসিক। এ মুহূর্তে আমরা মৌলিক কাজগুলো অনুসরণ করছি না। আপনি যদি ব্যাক টু ব্যাক দুটি উইকেট দেখেন, আমরা ২টি রান নিইনি। আমি এটিকে দোষ দিচ্ছি না। তবে আমাদের এদিকে মনোযোগ দিতে হবে।’
ব্যাটসম্যানদের ইনিংস লম্বা করতে হবে জানিয়ে লিটন বলে, ‘যে-ই ভালো ব্যাটিং করে, তার উচিত ইনিংস এগিয়ে নেওয়া। তার ১৩-১৪ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হবে। চতুর্থ ওভারের পর আর ভালো ব্যাটিং করিনি। টানা উইকেট পড়েছে।’
শেষ ম্যাচে সুযোগ কাজে লাগাতে চান জানিয়ে লিটন বলেন, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এ মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ, এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০