পৃথিবীর অমোঘ নিয়মে বছর ঘুরে আবারো এলো ঈদুল আযহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার দিন। ঈদ মানে ধনী-দরিদ্র মিলে মিশে এক সাম্যের আনন্দ। পেছনে ফেলে আসা শত দুঃখ দুর্দশাকে ভুলে গিয়ে আনন্দে উৎসবে মিলিত হওয়াই ঈদের আনন্দ।
ঈদুল আযহা মুসলমানদের কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ একদিন। ত্যাগের মহিমায় ভ্রাতৃত্বের বন্ধন ছড়িয়ে দেওয়ার দিন। মনের পশুত্বকে কোরবানি দিয়ে মনুষ্যত্ব জয়ের দিন। স্রষ্টাকে সন্তুুষ্টি করার দিন। এদিন মহান আল্লাহতালার উদ্দেশ্যে পশু কোরবানি দেয়া হয়। তাই ঈদুল আযহা মুসলিমদের কাছে বিশেষ অর্থ বহন করে। ঈদ আনন্দের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে: ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষের নিকট উৎসবের আমেজ। বহুকাল ধরেই বাঙালির জীবনে ঈদ উৎসবে পরিণত হয়েছে।
গত বছরের ঈদুল আযহায় দেশবাসী ছিলো বিপর্যস্ত। ভয়াবহ বন্যার কাছে অসহায় ছিলো বৃহত্তর সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল। করোনা মহামারির ধাক্কা সামলিয়ে উঠার আগেই বন্যায় বিপর্যস্ত মানুষ ঈদুল আযহাতে হয়তো মনের মতো আনন্দ উৎসব করতে পারেনি।
সৃষ্টিকর্তার অশেষ কৃপায় করোনাকাল কাটিয়ে এবার ঈদুল আযহা পালন হচ্ছে পরম শান্তিময় দিনে। বন্যার প্রকোপ নেই। এবছরের ঈদ তাই মুসলিমদের কাছে বাড়তি আনন্দের উপলক্ষ্যও। মুসলমানের ধর্মীয় প্রধান এই উৎসব রাত পোহালেই। ধনী-গরীব সব শ্রেণী পেশার সাধারণ মানুষ মেতে উঠবেন ঈদ আনন্দে। মুক্ত পৃথিবীতে মানুষের ঈদ আনন্দ হোক অমলিন।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ ধনী-গরীব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি। আমাদের সম্মানিত সকল পাঠক, শুভানুধ্যায়ীসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
পাপলু দত্ত
সম্পাদক ও প্রকাশক
এসএনপিস্পোর্টস২৪ডটকম
Discussion about this post