স্পোর্টস ডেস্ক:: এএফসি নারী এশিয়ান কাপের কোয়ালিফায়ারের প্রস্তুুতির অংশ হিসেবে প্রস্তুুতি ম্যাচ খেলতে জর্ডান গেছে বাংলাদেশ নারী দল। জর্ডানে তিন দেশের নারী দলের অংশগ্রহণে ত্রিদেশীয় সিরিজের আয়োজন হচ্ছে।
সোমবার সকালে বাংলাদেশ নারী ফুটবল দল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ত্রিদেশীয় সিরিজে সিরিজে স্বাগতিক জর্ডানের সঙ্গে অন্য দলটি হলো ইন্দোনেশিয়া।আগামী ৩১ মে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাংলাদেশ নারী দল দ্বিতীয় ম্যাচ খেলবে ৩ জুলাই স্বাগতিক জর্ডানের বিপক্ষে।
ত্রিদেশীয় সিরিজের অন্য দুই দল বাংলাদেশের চেয়ে শক্তিতে অনেক এগিয়ে। এশিয়ান কাপে কোয়ালিফারে বাংলাদেশকে খেলতে হবে মায়ানমার, বাহরাইন ও তুর্কিমেনিস্তানের বিপক্ষে। বাংলাদেশ তাই এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলে নিজেদেরকে প্রস্তুুত করছে।
এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন রোববার ত্রিদেশীয় সিরিজের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহে সামনের সারিতে থাকা ৫ ফুটবলার- সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাৎসুশিমা সুমাইকে এই সফরের দলে রাখা হয়নি।
বাংলাদেশ দল:: রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, আফঈদা খন্দকার, সাগরিকা, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, সুলতানা, মেঘলা রানী রায়, জয়নব বিবি রিতা, হালিমা আক্তার, নবিরন খাতুন, ফেরদৌসি আক্তার সোনালী, উমহেলা মারমা ও শান্তি মারদি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০