স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে পায়ের পেশির চোটের কারণে সাকিব আল হাসান খেলতে পারেন নি ভারতের বিপক্ষে। তবে সেই চোট কাটিতে ফেরার অপেক্ষায় বাংলাদেশ অধিনায়ক। আগামীকাল মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে খেলার ইঙ্গিত দিয়েছেন সাকিব নিজেই।
সোমবার সংবাদ সম্মেলনে সাকিব নিজের ইনজুরি নিয়ে বলেন, ‘ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি, তখন তেমন খারাপ কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ।’
এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিন ম্যাচেই হারের বড় কারণ ছিল টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। সাকিব অবশ্য এখনই কিছু বলতে চান না, ‘যেহেতু আরও পাঁচটা ম্যাচ আছে, তাই টুর্নামেন্ট শেষেই মন্তব্য করলে ভালো হবে। অর্ধেক পথে কোনো মন্তব্য না করাই ভালো। খেলা শেষ হলেও দিতে পারব।’
এদিকে বিশ্বকাপে জয় দিয়ে শুরু করার পর টানা তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ। আর এবার তারা মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের হট ফেবারিট দল দক্ষিণ আফ্রিকা। যারা চার ম্যাচে তিন জয়ে টেবিলের তিনে অবস্থান করছে। তবে বিশ্বকাপে ৪ দেখায় দুই দলই জয় পেয়েছে দুইটি করে ম্যাচে। এদিকে সব মিলিয়ে এখন অবধি ২৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে বাংলাদেশ জিতেছে ৬টিতে এবং হেরেছে ১৮টিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post